সঠিকভাবে জাকাত দিলে বিশ্ব দারিদ্র্যমুক্ত হবে


শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ এর ব্যাবস্থপনায় চট্টগ্রাম আগ্রাবাদস্থ কমপ্লেক্সে ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও ইফতার মাহফিল ১৬ মার্চ রবিবার ১৫তম রমজানের যাকাত ও সদকাতুল ফিতর প্রদানের নিয়মাবলী বিষয়ে আলোচনায় আগ্রাবাদ গেজেটেড অফিসার্স কলোনী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবুল বসর বলেন, জাকাতের উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন ও সম্পদের প্রবাহ তৈরি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফরমান করেছেন, যাতে তোমাদের বিত্তবানদের মধ্যেই শুধু সম্পদ আবর্তন না করে।

 

সুতরাং এভাবে জাকাত প্রদান করা উচিত, যাতে আজকের জাকাতগ্রহীতা আগামীর জাকাতদাতায় পরিণত হতে পারে। পরিকল্পিতভাবে জাকাত প্রদান করলেই সমাজ, দেশ, জাতি ও রাষ্ট্র এবং বিশ্ব দারিদ্র্যমুক্ত হবে। জাকাত ও সদকা প্রদানের উপকারিতা প্রসঙ্গে হাদিস শরিফে এসেছে দাতা আল্লাহর কাছে প্রিয়, মানুষের কাছে প্রিয়, জান্নাতের নিকটতম জাহান্নাম থেকে দূরে। সাধারণ দাতা অধিক ইবাদতকারী কৃপণ অপেক্ষা আল্লাহর নিকট বেশি প্রিয়। এছাড়া জাকাতের সামাজিক অনেক সুফল রয়েছে। অর্থের প্রবাহ বা অর্থের সঞ্চালন জাকাত প্রদান করলে নগদ অর্থ হাতবদল হয়। এতে সম্পদে গতিশীলতা আসে। যাতে প্রচুর লোক ক্রয়ক্ষমতা অর্জন করে, তাতে চাহিদা বা ভোক্তা সৃষ্টি হয়। ক্রেতা সৃষ্টি হলে উৎপাদন বৃদ্ধি হয়, শিল্পকারখানা প্রতিষ্ঠা হয়, কর্মসংস্থান হয়। যার ফলে জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন হয়। দারিদ্র্য বিমোচন: সঠিকভাবে জাকাত প্রদান করলে সমাজের দারিদ্র্য দূরীভূত হয়, অপরাধপ্রবণতা কমে এবং আর্থসামাজিক বিপর্যয় থেকে জাতি রক্ষা পায়।

সর্বোপরি সুদের অভিশাপ থেকে মুসলমানগণ রক্ষা পায়। মানবিক উন্নয়ন জাকাত আদায়ের মাধ্যমে ধনী-গরিবের বিভেদ দূর হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতি তৈরি হয়, এতে দাতা-গ্রহীতা উভয়ের আর্থসামাজিক নিরাপত্তা জোরদার হয়।

শাহ্ মাহমুদিয়া ইসলামি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মোমেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমপ্লেক্স এর পরিচালক শাহাজাদা মাওলানা মঈনদ্দিন মজিদী, মাওলানা নুরুল করিম, মাওলানা মহিউদ্দিন, সাংবাদিক সোহেল তাজ, মাওলানা মোহাম্মদ ইউছুপ প্রমুখ।


Related posts

কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও শাহপারওয়াল ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

Chatgarsangbad.net

সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যু, হাটহাজারীতে অবরোধ

Mohammad Mustafa Kamal Nejami

দোহাজারীতে গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের উদ্বোধন ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment