চট্টগ্রামবাছাইকৃত খবরমহানগর

শ্রীলঙ্কার পথে বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ ‘প্রত্যয়’


নিউজ ডেস্ক : শ্রীলঙ্কায় ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে’ যোগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’। ৪ দিনব্যাপী এ নৌ-সমাবেশ যোগ দিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রাম ছেড়ে যায় নৌ যুদ্ধজাহাজটি।

এ সময় রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়।

নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের অধিনায়ক রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় চারদিনের আন্তর্জাতিক ফ্লিট রিভিউ শুরু হচ্ছে। এতে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’র অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তাসহ মোট ১৫০ জন নৌসদস্য অংশ নিচ্ছেন। ৫ ডিসেম্বর তাদের চট্টগ্রামে ফেরার কথা আছে।

মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজের পাশাপাশি দেশগুলোর সমর বিশারদরা অংশ নেবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


Related posts

চন্দনাইশে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চন্দনাইশে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটির র‌্যালি

Chatgarsangbad.net

মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় নারীর মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment