
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত ৬ নভেম্বর সোসাইটির কার্যালয়ে কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে ও মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দি ডেইলি পিপলস ভিউ এর সম্পাদক ওসমান গণি মনসুর।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক সামশুল হক হায়দরী, প্রিন্সিপাল মোহাম্মদ সিরাজ উদ্দৌলা, চট্টগ্রাম সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ও বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক এডভোকেট সুখময় চক্রবর্তী সভাপতি ও মোহাম্মদ নওশাদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, সাংবাদিক মোহাম্মদ জহির, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইরফান রেজা খান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিবরান আলম, অর্থ সম্পাদক সাংবাদিক শতদল বড়ুয়া, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ তারিক ইমাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক হাসানুল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সৈয়দ গোলাম নবী, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হানিফ খন্দকার।
এছাড়াও হামিদুর রহমান ও মোহাম্মদ মোরশেদ আলমকে নির্বাহী সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
চট্টগ্রামের খবর/সিটিজি নিউজ/চট্টগ্রাম প্রতিদিন খবর
