আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ল’ এন্ড জাস্টিস ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

জাতিসংঘের কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত মানবাধিকার বিষয়ক সংগঠন ল’ এন্ড জাস্টিস ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অদ্য বিকেল ৪:০০ ঘটিকার সময় মোহরা কবির টাওয়ারে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ল’ এন্ড জাস্টিস ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আলী আকতার। সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক মিঠুর সঞ্চালনায় কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সভায় বক্তারা মানুষের কল্যাণে সকলে মিলে কাজ করার জন্য আহ্বান জানান। এ সময় সংগঠনের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ নুরুন্নবী মিয়া, ভাইস চেয়ারম্যান গুলজার হোসেন নয়ন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক এবং বৈশাখী নিউজ২৪.নেট এর চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিম, দপ্তর সম্পাদক মোঃ শাহী এমরান, সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজ আহমেদ এবং আইন বিষয়ক সম্পাদক মোঃ শাহরিয়ার আলম তৌসিফ প্রমুখ।