রাজনৈতিক মিথ্যা মামলায় পরোয়ানাভুক্ত জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি


নিউজ ডেস্ক: রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বর্তমানে আয়ারল্যান্ডে আশ্রয় গ্রহণ করা জসিম উদ্দিনের বাংলাদেশের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বত্ত। দিয়েছে প্রাণনাশের হুমকি। এতে বাংলাদেশে অবস্থানরত তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

গত ৫ মে (সোমবার) দিবাগত রাতে তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।মো: জসিম উদ্দিন ওই এলাকার  মরহুম সায়েদুল হকের পুত্র বলে জানা গেছে।

জানা গেছে, এর আগেও জসিমের পরিবারের উপর একাধিকবার সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এবং নিয়মিত প্রাণনাশের হুমকি প্রদান করে যাচ্ছে কতিপয় সন্ত্রাসীরা। এদিন দরজা বন্ধ থাকায় সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র দিয়ে জানালার কাচ ভাংচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি পুনরায় প্রাননাশের হুমকি দেয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ৫ মে রাতের আঁধারে মুখোশধারী কিছু সন্ত্রাসী বাড়িতে এসে জানালা-দরজায় ভাংচুর করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং বিভিন্ন অশালীন ভাষায় হুমকি দেয়। এমতাবস্তায় উক্ত গ্রামে থাকা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এছাড়া এই বিষয়ে সংশ্লিষ্ট থানায় একাধিকবার জানানো সত্ত্বেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জসিমের পরিবারের অভিযোগ।

জসিমের পরিবার আরো জানায়, মো: জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় অভিযুক্ত। তাই দেশে থেকে ন্যায়বিচার পাওয়া অসম্ভব হওয়ায় তিনি আইনি সহায়তা ও নিরাপত্তার জন্য বিদেশে অবস্থান করছেন।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, এই হামলা ও হুমকির পেছনে প্রভাবশালী একটি মহল সক্রিয় রয়েছে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এ ধরনের ভয়ঙ্কর কৌশল অবলম্বন করছে।

বিষয়টি নিয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি আমরা অবগত আছি। এটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে দেশের মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ ধরণের নিন্দনীয় ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। জসিম উদ্দিনের পরিবার সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।


Related posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি গঠিত

Mohammad Mustafa Kamal Nejami

বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর: প্রধান উপদেষ্টা

Mohammad Mustafa Kamal Nejami

দিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Chatgarsangbad.net

Leave a Comment