আজ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়া রানীরহাট ICMT কম্পিউটার একাডেমির শর্ট কোর্স ফাইনাল পরিক্ষা অনুষ্ঠিত


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত WIT ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ICMT কম্পিউটার একাডেমির ৩মাস, ৬মাস ও ১বছর মেয়াদি শর্ট কোর্স ফাইনাল পরিক্ষা অনুষ্ঠিত হয়।

শুক্রবার(২৭ ডিসেম্বর) রানীর হাট ডিগ্রী কলেজের কলা ভবনে সকাল ১০টায় পরিক্ষা শুরু হয় এবং ১১টায় শেষ হয়। পরিক্ষায় ১১০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

এসময় পরিক্ষার হল পরিদর্শন করেন ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের রিজিওনাল পরিচালক ও ইনস্টিটিউট অব কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি (ICMT)’র পরিচালক শিহাব উদ্দিন খালেদ, বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী মুহাম্মদ দিদারুল আলম, রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার হাদিস প্রভাষক এইচ এম তারেক হোসাইন, ICMT‍‍`র অফিস এক্সিকিউটিভ মুহাম্মদ রুবেল, শিক্ষার্থীর অভিভাবক হানিফ তালুকদার।

ICMT‍‍`র পরিচালক শিহাব উদ্দিন খালেদ বলেন, আমাদের ICMT কম্পিউটার একাডেমি ২০০৯সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এতদঞ্চলের এই পর্যন্ত প্রায় ৪ হাজার প্রশিক্ষণার্থীকে কম্পিউটার ও আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে সক্ষম হয়েছি। বর্তমানে তাদের মধ্যে অনেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্টানে প্রতিষ্ঠিত।

অনেক মেধাবী ও গরিব প্রশিক্ষনার্থীদের ফ্রি‍‍`তে কম্পিউটার ও আইটি শিক্ষা প্রদান করে আসছি। বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের পর পরিক্ষার মাধ্যমে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন কর্তৃক সনদ প্রদান করা হয়। যা তাদের কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর