আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়া পূর্ব খিলমোগল সুন্নিয়া মাদ্রাসায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ


রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা হোসনাবাদ ও লালানগর ইউনিয়নের মধ্যবর্তী অবস্থিত পূর্ব খিলমোগল সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা’র ২০২৪ সালের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ, ৫ম শ্রেণী’র বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ ইসকান্দর হোসেন আলকাদেরী’র সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম সওদাগর।

প্রধান অতিথি’র বক্তব্য দেন নজরিয়া নঈমিয়া আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা খায়রুল আমি চিশতী, বিশেষ অতিথি’র বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিন শরীফ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান সওদাগর, প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল সওদাগর, প্রবাসী সদস্য নুরুন্নবী, সোহেল, ইছা, জসিম চৌধুরী, নুরুন্নবী, সাহেব, সেলিম-সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। একই সাথে পঞ্চম শ্রেণী’র বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিদায়ী ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর