আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়া থানার ওসির সাথে

রাঙ্গুনিয়া থানার ওসির সাথে ট্রাক-মিনি ট্রাক নের্তৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম এর সাথে সম্প্রতি সন্ধ্যায় এক সৌজন্য সাক্ষাৎকার ও বিনিময় হন রাঙ্গুনিয়া ট্রাক-মিনি ট্রাক সমবায় সমিতির নব নির্বাচিত নেতৃবৃন্দদের সাথে। ওই সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া ট্রাক-মিনি ট্রাক সমবায় সমিতির সমিতির পুনঃ সভাপতি ও বিশিষ্ট বিএনপি নেতা মুহাম্মদ নাছের, সাধারণ সম্পাদক মুহাম্মদ নেজাম, সহ-সভাপতি মো. ইসমাইল, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মো: নাছির, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় ট্রাক-মিনি ট্রাক নের্তৃবৃন্দদের উদ্দেশ্যে রাঙ্গুনিয়া থানার ওসি বলেন, দেশের পণ্য বহনকারী যানবাহনের উপর নির্ভর করে সাধারণ মানুষ আপনাদের উপর। সেহেতু সড়ক পথে আপনাদের কাছে পরিবহন চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চালকদের অ-সতকর্তার থাকার কারণে অনেক সময় পণ্যবাহি ট্রাক দূর্ঘটনা পতিত হতে দেখা যায়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো গুরুত্ব সহকারে বলেন, বেশির ভাগ দুর্ঘটনা হতে দেখা যায় কিছু ড্রাইভার মদ্যপানের কারনে। এসব থেকে আপনাদের বিরত থাকতে হবে।

ওসময় উপস্থিত সমিতির সভাপতি মো: নাসের বলেন, সড়কে থাকা যান বাহন চালকদের সাথে পুলিশের সাথে রয়েছে সম্পর্ক। কারণ দেশের তৃণমুলে ওসব ট্রাকগুলি পণ্য বহন করতে হয়। নিরাপত্তা ক্ষেত্রে প্রশাসন আমাদের কে দিয়ে সেবা প্রদান করে আসছে। এর ধারাবাহিকতায় প্রশাসন সহযোগিতার চলমান থাকবে।

নুরুল আবছার চৌধুরী


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর