আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাঙ্গুনিয়ার প্রথম সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া ছাত্রদলের রাঙ্গুনিয়া সরকারি কলেজ কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল, কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ এবং কলেজ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচী করা হয়।

মরিয়মনগর চৌমুহনী বাজার থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কাপ্তাই সড়ক ও কলেজ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে কলেজের অধ্যক্ষ শেখ মুজিবুর রহমানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ কাইয়ুম।

সাধারন সম্পাদক মোহাম্মদ এরফান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি মোরশেদুল আলম আশিক, সিনিয়র যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন সোহান, সাংগাঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ সভাপতি নুরুল ইমরান, মোহাম্মদ আরফাত হোসেন মুসাফি, মো. আমাউল ইসলাম, মো. আরমান, মো. সামির উদ্দিন, মো. আসিফ, ইমরান হোসেন, তৌহিদুল ইসলাম, সাগর দত্ত নয়ন, ইমাম উদ্দিন সাইদ, মো. আরফাত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুুর রহমান সানি, ইমরান খান জিসান, শাফিউল তারেক, সাজ্জাদ হোসেন চৌধুরী অন্তর, ওসমান গনি, সহ সাধারণ সম্পাদক মো. রিয়াদ, মো. আব্দুল মাহিন নয়ন, সহ সাংগাঠনিক সম্পাদক মো. উমর জ্বিলহজ্জ, মো. শহিদ উল্লাহ্ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর