রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত


নুরুল আবছার চৌধুরী

রাঙ্গুনিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার চন্দ্রঘোনা আলোচনা সভা উপজেলা যুবদলের আহবায়ক মো: সেকান্দর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।

উপজেলা যুবদল’র যুগ্ন আহবায়ক মোজাফফর চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকদলের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি’র আহবায়ক মো. মাহাবুব ছাফা, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো: ফজলুল হক, পৌরসভা বিএনপি সদস্য সচিব আবদুস সালাম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নিজামুল হক, চন্দ্রঘোনা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল সালাম মেম্বার, নবাব মিয়া চেয়ারম্যান, ওসমান গনি, শাহজাহান সিকদার, আলী নূর তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক সাইফুদ্দিন তালুকদার, ছাত্র দল নেতা মো: মামুন চৌধুরী, মো: ফয়সাল চৌধুরী প্রমুখ।

বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিববৃন্দ। সভার শুরুতে বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক মিছিলসহকারে অনুষ্ঠানস্থলে যোগদান করেন নেতৃবৃন্দ। তৃণমূল নেতৃবৃন্দের এমন মিছিলে একসময় সভা প্রাঙ্গণ মিলনমেলা ও উৎসবে পরিণত হয়। সভা শেষে মোনাজাতের মাধ্যমে সকল নেতৃবৃন্দের জন্য বিশেষ দোয়া করা হয়।


Related posts

লামা উপজেলায় নতুন কমপ্লেক্স ভবন উদ্বোধন

Chatgarsangbad.net

হাটহাজারীতে নবনির্বাচিত ১৫৬ ইউপি সদস্যগণের শপথ গ্রহণ

Chatgarsangbad.net

‘একাত্তরের গণহত্যাকে স্মরণ করিয়ে দিতে ‘গণহত্যার শিলালিপি’ বইটি অনন্য’

Chatgarsangbad.net

Leave a Comment