আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় বাগীশিকের অভিষেক, পুরস্কার ও সনদ বিতরণ


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর নবগঠিত রাঙ্গুনিয়া উপজেলা সংসদের অভিষেক, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২২ আগস্ট) সকালে সৈয়দ বাড়ী শ্রী শ্রী দুর্গা ও নারায়ন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. রূপন কান্তি শীল। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা অধ্যাপিকা কৃষ্ণা দাশ। আশীর্বাদক ছিলেন স্বামী গুরুকৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন পন্ডিত শ্রী রুপন চক্রবর্তী।

শপথ বাক্য পাঠ করান বাগীশিক উত্তরজেলা সংসদের সভাপতি শ্রী শুভাশিষ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তরজেলার সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক বাদল কান্তি নাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদের সহ সভাপতি পণ্ডিত শ্রী মিল্টন চক্রবর্ত্তী।

মহান অতিথি ছিলেন বাগীশিকের কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃষ্টি বৈদ্য, উত্তরজেলার সিনিয়র সহ সভাপতি শিবু কুমার দাশ, সহ সম্পাদক সমীর মহাজন, অধ্যাপক অসিম কুমার শীল, জেলা সহকারী কৃষি অফিসার সঞ্জিব সুশীল, সুখেন্দ বিকাশ শীল, অসিম বরন সেন, ত্রিদীপ সাহা, পুলক ভট্টাচার্য সুজয়, ডা. বিভূতি রঞ্জন মহাজন, ঝুলন দত্ত, রনী সাহা, ডা. মুকুল চন্দ্র দেবনাথ প্রমুখ।

সঞ্চালনা করেন পণ্ডিত শ্রী শুভরাজ আচার্য্য নয়ন, শ্রী কিশোর কুমার চক্রবর্তী ও কনিকা রাণী নাথ। শুরুতে পার্থসারথি পূজা, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, সমবেত গীতাপাঠ, ভক্তি সংগীতাঞ্জলি এবং শেষে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর