রাঙ্গুনিয়ায় জামিয়া দারুল কুরআন মহিলা মাদ্রাসার ৫ হাফেজাকে সম্মাননা প্রদান


মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক রাস্তার মাথায় দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে উঠা জামিয়া দারুল কুরআন মহিলা মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার হিফজ বিভাগের ৫ জন শিক্ষার্থী পবিত্র কোনআন হেফজ সম্পন্ন করা হাফেজা জান্নাতুল মাওয়া, শাহিন আক্তার, ইসরাত জাহান রাহিম, রিতির আলম রাইসা, সাহেদা আক্তার’কে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান ও মাদ্রাসার বার্ষিক মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৫ ডিসেম্বর) বিকাল ২টায় মাদ্রাসা মাঠে মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা মুফতি জয়নুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস মাওলানা হাফেজুর রহমান, প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি নেজাম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি হাবিবুল্লাহ রব্বানী, মাওলানা ফজলুর রহমান বয়ানী, মাওলানা ইউছুপ আল-মাদানী, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা হাফেজ তৈয়্যব, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ক্বারী ইসমাঈল, মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, সমাজসেবক আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর রহিম, মুহাম্মদ হাসান কোম্পানি, মামুনুরু রশিদ, হারুনুর রশিদ, নুরুল হক, জাহাঙ্গীর আলম, হাফেজ সাইমন, আশরাফ, ইমনার, আরিফ, আবু তাহের প্রমুখ।

জামিয়া দারুল কুরআন মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ২০২১সালে। প্রতিষ্ঠার পর অত্র অঞ্চলে ইসলামের আলো ছড়াচ্ছেন প্রতিনিয়ত। মাদ্রাসায় রয়েছে নিজস্ব ক্যাম্পাস, দক্ষ পরিচালনা কমিটি ও দক্ষ পরিচালক। ১১ জন শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে মহিলা হিফজ বিভাগ, আলেমা বিভাগে ১৩৩ জন শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলছেন। তার মধ্যে ২৭ জন শিক্ষার্থী পবিত্র কোনআন হেফজ সম্পন্ন করেন। তাদের মধ্যে ৫ জন হাফেজাকে বিদায় দেওয়া হয়।


Related posts

চকরিয়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

Chatgarsangbad.net

গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে চট্টগ্রাম মহানগর,উত্তর,দক্ষিণ জেলা তাঁতী লীগ

Mohammad Mustafa Kamal Nejami

নদী নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কেউ ভাবেনা -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment