আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন


পুলক কুমার দে, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা। এবারের প্রতিপাদ্য বিষয় ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি—প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই স্লোগানে বুধবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক হয়ে পৌর চত্বরে এসে শেষ হয়। সেখানেই বেলুন উড়ানোর মাধ্যমে বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়। পরে পৌর চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন—খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া লক্ষ্য করা যায়। স্টলমালিক ও বিক্রেতারা খুবই আশাবাদী এই মেলা নিয়ে। করোনার প্রভাবে বিগত দুই বছর মেলা বন্ধ থাকার পর এবারের মেলায় ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান তারা। প্রধান অতিথি হিসেবে দীপংকর তালুকদার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব আজ বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা। একটু ভালো থাকার জন্য প্রকৃতিতে আমরা নিষ্ঠুরভাবে হত্যা করছি। বাংলাদেশ আগে ছয় ঋতুর দেশ থাকলেও এখন দুই ঋতুর দেশে পরিণত হয়েছে। নিজেদের ও আগামী প্রজন্মকে বাঁচাতে বেশি বেশি গাছ লাগানোর কথা বক্তব্যে তুলে ধরেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বৃক্ষ মেলার স্টল পরিদর্শন শেষে একটি বনজ চারা রোপন করেন। বিভিন্ন গাছের চারা নিয়ে মেলায় ১৭টি স্টল রয়েছে। ২০—২৬ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর