রাউজানে ৫ বসতঘর আগুনে পুড়ে ছাই


নিউজ ডেস্ক: চট্টগ্রাম রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বইল্লে দিঘীর পাড় চৌধুরী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় যীশু চৌধুরী নামের এক ব্যক্তি দগ্ধ হন। ক্ষতিগ্রস্তরা হলেন- যীশু চৌধুরী, সভু চৌধুরী, শামন্ত চৌধুরী, রিবন চৌধুরী, পঞ্চধীর চৌধুরী।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ৫টি বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিদগ্ধ যীশু চৌধুরী বলেন, গভীর রাতে হঠাৎ আগুন দেখে স্ত্রী আমাকে জানানোর পর চিৎকার করি। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আশপাশের অনেক বসতঘর রক্ষা করা সম্ভব হয়েছে।


Related posts

বোয়ালখালীতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

Mohammad Mustafa Kamal Nejami

বাঁশখালী জাতীয়তাবাদী ফোরামের নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি রানা, সম্পাদক রাসেল

Chatgarsangbad.net

চন্দনাইশে পটিয়া তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment