আজ ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাউজানে সিএনজি-লেগুনার সংঘর্ষে নিহত ১, আহত ৫


রাউজানে সড়ক দুর্ঘটনায় পাপন বড়ুয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, সকাল সাড়ে ১১টা দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান পাপন বড়ুয়া।

তিনি রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরের সংঘ বড়ুয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার উপ পরিদর্শক এস আই ইসমাইল। তিনি বলেন, নিহতের মরদেহ নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর