নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে কাভার্ডভ্যানের সঙ্গে ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নাজিম উদ্দীন (৪৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে রাউজান উপজেলার গহিরা-হেঁয়াকো সড়কের সংযোগস্থল গহিরা দলইনগর আতুরন্নিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দীন রাউজানের চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমজান আলী তালুকদার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। তিনি সবজির ব্যবসা করতেন।
জানা গেছে, সকালে সবজি আনার জন্য তিনি চট্টগ্রাম নগরীতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি সড়ক থেকে ধানক্ষেতে পড়ে যায়। অপরদিকে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি তার লেনে চলছিল, তবে কাভার্ডভ্যানটি ভুল দিক থেকে এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিম উদ্দীন নিহত হন। সংঘর্ষে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নাজিম উদ্দীন তিন কন্যা সন্তানের জনক ছিলেন। দুর্ঘটনার পর রাউজান থানা পুলিশ গাড়ি দুটি হেফাজতে নিয়েছে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ও চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply