চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

রাংগামাটিতে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আব্দুল জব্বার, লংগদু, রাংগামাটি

আগামী ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাংগামাটি চেম্বার অফ কমার্স মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যান ফেডারেশনের সদ্য বিদায়ী জেলা সভাপতি এবিএম তোফায়েল উদ্দীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল আলীম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুস ছালাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের অন্যতম উপদেষ্টা মু. মনছুরুল হক, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোকতার আহমেদ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট হারুন অর রশিদ, বিশিষ্ট ছাত্র নেতা শহিদুল ইসলাম সাফি প্রমূখ।

সম্মেলনে ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য জেলা সভাপতি হিসাবে নির্বাচিত হন মু. আব্দুস ছালাম এবং জেলা সেক্রেটারি হিসাবে মনোনীত হন এডভোকেট জিল্লুর রহমান।


Related posts

ডা. শাহাদাত হোসেন চসিক মেয়র হওয়ায় চন্দনাইশ বিএনপির আনন্দ মিছিল

Chatgarsangbad.net

চুনতীতে শাহ সাহেব (রহ.)’র ৪১তম ইসালে সওয়াব মাহফিল ৯ সেপ্টেম্বর

Chatgarsangbad.net

সাতকানিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা

Chatgarsangbad.net

Leave a Comment