মোঃইনামুল হক, (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির পূনঃনির্বাচিত হলেন মাওঃ কামরুজ্জামান (কবির)। তিনি আগামী (২০২৫-২০২৬) সেশনের জন্য বদরগন্জ উপজেলা জামায়াতের আমির হিসাবে নির্বাচিত হলেন। গত সেশনে তিনি উপজেলা আমীরের দায়িত্বশীল ছিলেন। শনিবার (১৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা জামায়াতের পুরুষ-মহিলা রুকনদের প্রত্যক্ষ ব্যালট ভোট অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফল প্রকাশিত হয় বুধবার ১৯নভেম্বর। ভোটের ফলাফলের ভিত্তিতে তিনি উপজেলা আমীরের দায়িত্ব পান।
বুধবার (১৯ নভেম্বর) বদরগঞ্জ পৌরসভার, প্রফেসরপাড়ায় এটি এমন আজহারুল ইসলামের বাসায়, বদরগঞ্জ উপজেলা জামায়াতের রোকন ও দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জায়ামাতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারী মাওঃ এনামুল হক,
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক আমীর মাও আব্দুল হাকিম,রংপুর জেলা শাখার সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গনি, বদরগঞ্জ উপজেলা জামায়াতের, নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত ভোটের ফলাফল ঘোষণা করেন মাওঃ এনামুল হক, পরে তিনি শপথ বাক্য পাঠ করান। বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সমর্থক সহ সকল স্তরের জনগণ কামরুজ্জামান কবিরের আমীরের দায়িত্ব পুনোরায় পাওয়ায় খুশি হয়েছেন। সকলের কামনা তিনি উপজেলায় ইকামাতে দ্বীন প্রতিষ্ঠা করতে অগ্রহনী ভূমিকা পালন করবে।
Leave a Reply