গতকাল সন্ধ্যায় চট্রগ্রাম জেলার চন্দনাইশ থানার অর্ন্তগত ৮ নং হাসিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে রক্তে রঞ্জিত হয়েছে জমির উদ্দীনের হাতেই তার নিজ পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, জমির উদ্দীন দীর্ঘ ২৫/২৭ বছর ধরে যুবলীগ করে গেছেন, তার বাড়ি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জাব্বার চৌধুরীর বাড়ির সামনে।
জমির উদ্দিন গত ২৮/১0/২০২৪ ইং রোজ সোমবার সন্ধ্যায় বাড়িতে তার নিজ স্ত্রীকে দারালো চুরি দিয়ে গলা কেটে হত্যা করে নিজের ‘মা’ কে ও বাড়ির ভিতরে জব্দ করে রাখে। পরবর্তীতে এই ঘটনার জানা জানি হলে স্থানীয় লোক জনের ভীড় জমে তার বাড়ির সামনে। তাদের সকলের প্রচেষ্টায় বাড়ির ভিতর থেকে কাউকে উদ্ধার করতে না পারিলে পরবর্তীতে চন্দনাইশ থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ৪/৫ ঘন্টা পরে তার স্ত্রী পিংকি খানম চৌঃ মৃত দেহ এবং তার মাকে আঘাত প্রাপ্ত অবস্থায় উদ্ধার করে, জমীর উদ্দীন কে চন্দনাইশ থানায় এরেষ্ট করে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে যে, জমীর উদ্দীন মানসিক ভাবে অসুস্থ ছিল, তাদের বর্তমানে ২ মাসের একটা বাচ্চা এতিম হয়ে গেল। এখন মা, বাবা হারা এই ২ মাসের বাচ্চা কি হবে? তা অজানা।
এমন ঘটনার জন্য স্থানীয় ভাবে সবাই তিব্র নিন্দা জানাই, এবং দোষীকে আইনের আওতায় উপযুক্ত শাস্তির দাবি জানায়।
মো: ফোরকান, চট্রগ্রাম জেলা (দক্ষিন) প্রতিনিধি।
Leave a Reply