নিউজ ডেস্ক: মুসলিমাবাদ সামাজিক উন্নয়ন পরিষদের আয়োজনে নব গঠিত উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভা ২৯ আগস্ট রাত ৯ টায় পতেঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে হাজী মো. আলমগীরের সভাপতিত্বে এবং মো.আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সমাজ সেবক হাজী মুজিবুল হককে
প্রধান উপদেষ্টা করে ১১ জন উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, সুলতান মাহমুদ ,নুরুল আবছার, ইকবাল আমিন,জহুল আহমেদ,মো.সেলিম, মো.ইসমাইল,মো.জয়নাল আবেদীন, মো.ফোরকান, মো.বেলাল,নাজমুল হুদা নাজিম, সংগঠনের সদস্য সচিব মো.সালাহউদ্দিন,নাছির সওদাগর, মনজুর আলম, গোলাম রসুল, মো.মারুফ, আলী নূর, মো.পারভেজ, মো.ইকু, আবু তোরাফ,নুরুল কবির, সাইফুদ্দীন, সোলাইমান, গোলাম মোস্তফা, আতিক, মনির, আজম।
মতবিনিময় সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মুজিবুল হক বলেন, দেশ ও সমাজের উন্নয়নে, মানবতার কল্যাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ব হয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। মাদক, জুয়া, সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি বৃহত্তর পতেঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি সরকারি হাসপাতাল, ওয়াসার পানি,যানজট নিরসন,বহুতল ভবনের অনুমতি, খেলার মাঠ, জলাবদ্ধতা নিরসন বাস্তবায়নসহ নাগরিক দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply