মুঠোফোন চুরিকালে এক রোহিঙ্গা আটক


ভ্রাম্যমাণ প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পকেট থেকে মুঠোফোন চুরি করার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। শুক্রবার সকালে উপজেলার বাংলাবাজারে এ ঘটনা ঘটে।

আটক রহিম উল্যাহ (৪০)টেকনাফের ২৬ নম্বর মুচনী ক্যাম্পের করিম উল্যার ছেলে। তার এফসিএন নম্বর-২৫২৯৭৩।এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল থেকে রোহিঙ্গা যুবক রহিম উল্যাহকে উপজেলার বাংলাবাজারে ঘুরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা নামে এক বৃদ্ধার পাঞ্জাবীর পকেট থেকে মোবাইল ছিনতাই করার সময় তিনি চিৎকার করেন।এসময় স্থানীয়রা ওই রোহিঙ্গা পকেটমার’কে আটক করেন।জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত রোহিঙ্গা। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।


Related posts

চকবাজার বালি আর্কেড সুপারমলে মোবাইল ল্যাব’র ২য় শাখার উদ্বোধন 

Chatgarsangbad.net

পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় চন্দনাইশে দুই মিল মালিকের জরিমানা

Chatgarsangbad.net

চন্দনাইশে কম্পিউটার বেসিক ট্রেনিং ফর টিচার্স প্রশিক্ষণ সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment