অন্যান্য

মিয়ানমারের ছোড়া গুলি এসে পড়লো সংবাদকর্মীর বাড়িতে! নতুন করে আতংক


শ.ম.গফুর >>> মাসখানেক বন্ধ থাকার পর ফের মিয়ানমার অভ্যন্তরে প্রচন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে।এতে বান্দরবানের ঘুমধুম সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতংক ছড়িয়ে পড়ছে। দেখা দিয়েছে অজানা শংকা। এমন কি ৩০ জানুয়ারী  (বৃহস্পতিবার) প্রথম প্রহরে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি এপারে এসে পড়ে।অনেকের বসত ভিটির গাছপালায়ও পড়ে। স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসানের তুমব্রুস্থ বসত বাড়িতে ভেদ করে পড়ে একটি গুলি।স্থানীয় বাসিন্দা মো: ওসমান বলেন,বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে মিয়ানমারের ওপারে প্রচন্ড গোলাগুলি হচ্ছে,এমন শব্দ ভেসে আসে এপারে।ফলে স্থানীয়দের মধ্যে এক প্রকার অজানা আতংক বিরাজ করছে।মিয়ানমারের ওপারে নতুন করে গোলাগুলি হওয়ায় সীমান্ত এলাকায় বিজিবি’র টহল তৎপরতা বাড়িয়েছে,এমন দৃশ্য দেখা যায়।স্থানীয় সংবাদকর্মী মাহমুদুল হাসান বলেন,আমার বাড়িতে রাত সাড়ে বারোটার দিকে একটি গুলি এসে পড়ে।এতে টিনের ছালার একাংশ কাটা-ছিদ্র হয়ে যায়।খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি জোয়ান ও ঘুমধুম পুলিশের পৃথক দু’টি দল গুলি পড়াস্থানে যান।পাওয়া গুলিটি ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যান। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ( পরিদর্শক) মো.জাফর ইকবাল বলেন,তুমব্রু সীমান্তে যে বাড়িতে ছোড়া গুলি এসে পড়েছে,সেখানে গিয়ে গুলিটি নিয়ে আসি।


Related posts

পেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পেকুয়া ফুটবল একাডেমি ৩-০ গোলে জয়ী

Md Maruf

আজ আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস

Chatgarsangbad.net

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মা ও মেয়ের মরদেহ উদ্ধার!

Md Maruf

Leave a Comment