আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে পুলিশের অভিযানে বন মামলার আসামী রবিউল আলম আটক


সরওয়ার কামাল, মহেশখালীঃ

৮ই নভেম্বর মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়িঘের করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের করা মামলায় কুতুবজোম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলমকে আটক করেছে পুলিশ। ৭ই নভেম্বর দিবাগত রাত ১ঃ৩০ মিনিটের সময় কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা থেকে মহেশখালী থানার এসআই (উপ-পরিদর্শক) মহসীন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশখালী থানার ওসি কায়সার হামিদ। তিনি জানান, ঘটিভাঙ্গা থাকে রবিউল আলম নামের একজনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। তার বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা রয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আটক রবিউল আলমের বিরুদ্ধে কুতুবজোমের ঘটিভাঙ্গা, সোনাদিয়ায় প্যারাবন কেটে চিংড়িঘের করে সরকারি জায়গা দখলের অভিযোগ রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর