মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে এপেক্স বাংলাদেশের বিনম্র শ্রদ্ধা


চট্টগ্রামে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা–৩-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

বুধবার (২৬ মার্চ) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা–৩ নানা কর্মসূচি গ্রহণ করে।

জেলার অন্তর্ভুক্ত ১৫টি ক্লাবের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা–৩ গভর্নর সৈয়দ মিয়া হাসান, জেলা–৩ সেক্রেটারি মো. আরিফ খান, জেলা–৩ এডিটর মো. আবু সাঈদ তালুকদার খোকন, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর মো. রুবেল হোসেন নীল, সৈয়দা জোহানাত, আরাফাত খান, এস কে সজীব দত্ত, মো. শওকত হোসেন, মোহাম্মদ ফারুক সিদ্দিকীসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভবিষ্যত প্রজন্মের কাছে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতেই এপেক্স বাংলাদেশ জেলা–৩-এর এ উদ্যোগ।


Related posts

খুনের মামলায় সাবেক এমপি লতিফের দুই দিনের রিমান্ড

Chatgarsangbad.net

‘একাত্তরের গণহত্যাকে স্মরণ করিয়ে দিতে ‘গণহত্যার শিলালিপি’ বইটি অনন্য’

Chatgarsangbad.net

আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Chatgarsangbad.net

Leave a Comment