আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মশুরিখোলা দরবারের পীর সাহেব শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে এনসিপির যুগ্ম আহবায়ক হাসান আলীর শোক


নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন খানকাহ শরীফ মশুরিখোলা দরবারের সম্মানিত পীর সাহেব শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক হাসান আলী।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এক শোকবার্তায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহবায়ক হাসান আলী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এবং তিনি বলেন- মশুরীখোলার পীর ছাহেব শাহ্ মুহাম্মদ আহসানুজ্জামান (রহঃ) আধ্যাত্মিক জগতের একজন প্রাণপুরুষ ছিলেন। তিনি তরীকতের চর্চা শিক্ষা দেওয়ার মাধ্যমে সমাজের আমলহারা মানুষদের সঠিক পথের দিশা দিয়েছিলেন।

তিনি ছিলেন এক নিরব, নিষ্কলুষ ও নিবেদিতপ্রাণ আল্লাহওয়ালা। হাল আমলের নানা বিতর্ক ও বিভ্রান্তির যুগে তিনি ছিলেন ব্যতিক্রমী একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যাঁর জীবনযাপন ছিল সরলতা, আল্লাহ ভীতি এবং মানবসেবায় পূর্ণ।

তাঁর বংশানুক্রমিক ভাবধারাও ছিল সমাজসচেতন ও রাজনৈতিকভাবে জাগ্রত। মশুরীখোলা দরবারের প্রতিষ্ঠাতা শাহ আহসানুল্লাহ (রহ.) যেমন খেলাফত-অসহযোগ আন্দোলনের সময় জাতির পথপ্রদর্শক নেতাদের পরামর্শদাতা ছিলেন, ঠিক তেমনি এই পীর সাহেব শাহ আহসানুজ্জামানও দাদার ঐতিহ্যকে ধারণ করে দরবারকে শিক্ষা, সমাজসেবা ও মানবিক উদ্যোগের প্ল্যাটফর্মে পরিণত করেছেন।

জুলাই অভ্যুত্থানের সময় তিনি সরাসরি জালিমের পতনের জন্য দোয়া করেন — এটি প্রমাণ করে তিনি নিছক তরিকতের নয়, বরং ন্যায়ের পক্ষেও একজন সক্রিয় সুনীতির ধারক ছিলেন।

বাংলাদেশের সুফি সমাজে এমন প্রজ্ঞাবান, পরিপক্ব, নিরব বিরলতম পীর সাহেবের ইন্তেকালে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁর মুরিদ, ভক্ত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর