Uncategorizedচট্টগ্রামঢাকা

ভোটবিহীন সরকারের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল – সেফায়েত উল্লাহ চক্ষু


আব্দুল্লাহ আল মারুফ সাতকানিয়া।। বিগত ১৭ বছরে দুর্নীতি -অনিয়ম- অনাচার খুন -গুম – ভোটবিহীন সরকারের বিরুদ্ধে বিপ্লব যেটাকে আমরা ফেসিস্ট বিরোধী জুলাই বিপ্লব বলি। একইভাবে ৭৪/৭৫ সালের দুর্ভিক্ষ অরাজক পরিস্থিতিতে বাকশাল কায়েমের বিরুদ্ধে, সিপাহী জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করেন দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু।শুক্রবার (৭ নভেম্বর) সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক পথ সভায় তিনি এমন মন্তব্য করেন।তিনি আরো বলেন দুর্ভিক্ষ -দূর্নীতি ও বাকশালী সরকার পতনের পর , দোদুল্যমান ,লক্ষ্যহীন – রাষ্ট্রপতি মোস্তাক কে ক্ষমতাচ্যুত করে, খালেদ মোশারফ ক্ষমতা দখল করেন । খালেদ মোশারফ জিয়াউর রহমানকে বন্দী করলে– জিয়াউর রহমানকে মুক্তির স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছিল সিপাহী জনতার বিপ্লব। সেই বিপ্লবের হাত ধরে উদিত হয়েছিল বাংলাদেশের নতুন সূর্য জিয়াউর রহমান।৭৫ পরবর্তী পটভূমিতে জিয়াউর রহমানের সঠিক নেতৃত্বে রাষ্ট্রের বহু উন্নয়ন , মানবাধিকার, ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়।জুলাই বিপ্লব পরবর্তী – সামনের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাহাতে বিএনপি ক্ষমতায় আসলেতারেক রহমানের হাত ধরে বেকার মুক্ত আধুনিক বাংলাদেশ গঠন করা হবে।তাই তিনি সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল আবছার,এম এ রহিম, এস এম সালাউদ্দিন,জেলা যুবদলের নেতা দিদারুল ইসলাম,শওকত আলী, অ্যাডভোকেট আবু নাসির এডভোকেট রায়হান,অ্যা ডভোকেট ওমর চৌধুরী, মো. হেফাজতুর রহমান, হাজী নাসির উদ্দিন, এম এ মোমেন, আবুল হোসেন, নাজিমুদ্দিন মোর্শেদ, উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ, জেলাস্বেচ্ছাসেবক দলনেতা আবুল হোসেন,দিদারুল হক বাপ্পি, মোজাম্মেল,তহিদুল ইসলাম, নাজির উদ্দিন বাদশা, শাহাদাত হোসেন ,জামাল হোসেন ,মোহাম্মদ আব্বাস ,আরমান,আমির হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ,মুক্তার হোসেন প্রমুখ।


Related posts

 বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালে শিশু ওয়ার্ডে চিকিৎসকদের জন্য সেমিনার রুম ও লাইব্রেরি উদ্বোধন

Chatgarsangbad.net

কারিগরি শিক্ষার্থীদের ৭ দফা মেনে নেওয়ার দাবিতে বিক্ষোভ

Saddam Hossain

আইআইইউসির ৫ শিক্ষার্থীর অ্যাওয়ার্ড অর্জন

Chatgarsangbad.net

Leave a Comment