আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালী পৌরসভা এলাকায় খায়ের মঞ্জিল সড়ক উদ্বোধন করেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর


প্রভাস চক্রবর্তী, বোয়ালখালী: উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ। তারি ধারাবাহিকতায় পৌসভার নিজস্ব অর্থায়নে পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্থ খায়ের মঞ্জিল হতে ঈসা মঞ্জিল সড়ক এবং নায়েব আলি সড়ক মিয়া বাপের বাড়ি হয়ে আলি আহমদ সড়ক এর আর সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ১২ মে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের শুভ উদ্বোধন করেন পৌরমেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। এসময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, স্থানীয় কাউন্সিলর হাজী মোঃ নাছের আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদুল আলম, পৌরসভার সহকারী প্রকৌশলী মিনাল কান্তি ধর, এ্যাডভোকেট কামরুজ্জামান বাবুল, শেখ আহমদ, রাহুল বড়ুয়া। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় তাজন বিবি জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ শওকত হোসেন। এছাড়াও টিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইরফানুল করিম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মেয়র জহুরুল ইসলাম বলেন, পৌরএলাকার অনেক সড়ক দীর্ঘদিন ধরে এখনো সংস্কার না হওয়ায় জনসাধারণকে চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। আমি দায়িত্ব নেয়ার পর থেকে কাউন্সিলরদের সহযোগীতায় প্রতিটি সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি, ইতিমধ্যে অনেক সড়ক সংস্কার হয়েছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পৌরএলাকার সব সড়ক সংস্কার করে জনসাধারণের দূর্ভোগ লাগব করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর