প্রভাস চক্রবর্তী,বোয়ালখালী: বোয়ালখালী মহাশ্মশান বাস্তবায়ন কমিটির উদ্যোগে ১৯ মার্চ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভা কল্যান কান্তি দ্ত্ত (সিন্টু) সভাপতিত্বে নগরীর এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন গোমদন্ডী যোগাশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী।মহান অতিথী উত্তম কুমার শর্মা,হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট,সংবর্ধিত অতিথী ছিলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মূখ্য আলোচক,কমিটির সভাপতি আনন্দ সোহন দত্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর সুজন বিশ্বাস,হিল্লোল সেন উজ্জ্বল,এ্যাডভোকেট সুনিল সরকার,সাংবাদিক সৌমেন ধর, প্রভাসচক্রবর্ত্তী,প্রকাশপাল,কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ,সাবেক ই,উ,পি,সদস্য বিভুপদ ঘোষ, অনুষ্ঠানে সঞ্চালনে ছিলেন তন্ময় দত্ত (বাবু)ও সুব্রত দত্ত (রাজু),সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী অরুন দত্ত,তবলায় প্রিয়ন্জিত চক্রবর্ত্তী, লিটন শীল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবেই মহা শ্মশান বাস্তবায়ন হতে যাচ্ছে। মহাশ্মশান আধুনিকায়ন ও অবকাঠামো সুবিধা বৃদ্ধি’ আওতায় শ্মশান চত্বরে একটি শিবমন্দির নির্মাণ, শেষকৃত্যানুষ্ঠানের জন্য চুলা নির্মাণ, শ্মশান চত্বরের পুকুর সংরক্ষণে রিটেইনিং ওয়াল নির্মাণ ও সৌন্দর্যবর্ধন করা হবে। শ্মশানের কার্যালয় ও পূজারি দর্শনার্থীদের জন্য অপেক্ষা গৃহ থাকবে।
Leave a Reply