প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী
বোয়ালখালীতে অনুষ্ঠিত হল ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তিমেলা। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে ঘিরে আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন, বোয়ালখালী কর্তৃক আয়োজিত হল ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫।
উক্ত অনুষ্ঠানে মোট ২৮টি স্টলে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলার হাইস্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান সংক্রান্ত প্রকল্প প্রদর্শিত হয়। এসব প্রদর্শনীতে স্মার্ট উপজেলা নির্মাণ , পরিবেশবান্ধব শহর নির্মাণ, সৌর বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদুৎ ঘাটতি পূরণে বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি প্রভৃতি বিষয় প্রাধান্য পায়।
এছাড়াও এ মেলার বিশেষ আকর্ষণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে “ছাত্র-জনতার গণ অভ্যুত্থান ২০২৪ “এর উপর চিত্র প্রদর্শনী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সালমা ইসলামের সঞ্চালনায় বিজ্ঞান মেলার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হিমাদ্রী খীসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব কানিজ ফাতেমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রুমন তালুকদার, উপজেলা কৃষি অফিসার জনাব আতিক উল্লাহ, গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পারভেজ খসরু, বেঙ্গুরা কে.বি.কে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অলোক সেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিবৃন্দ।
Leave a Reply