আজ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে বিশেষ অভিযানে ৭শত লিটার মদ উদ্ধার


প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী

বোয়ালখালীতে ৭০০ লিটার চোলাই মদসহ রিমন দাস (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার সারোয়াতলী উত্তর কঞ্জুরী গ্রামের পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে থানা পুলিশ।এসময় উত্তর কঞ্জুরী গ্রামের হরিপদ মেম্বার বাড়ির শ্যামল দাসের ছেলে রিমনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা ভর্তি ৭০০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি রিমনকে রোববার (২২ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর