বোয়ালখালীতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু


প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী

ভূমি সক্রান্ত সমস্যা নিরসনে বর্তমান জন্য সরকার যথেষ্ট আন্তরিক। তাই এ স্লোগানে মুখরিত,সমস্ত বাংলাদেশ। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ -এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

বোয়ালখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ। এর আগে, উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বোয়ালখালীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে বোয়ালখালী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোয়ালখালী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পম্পি বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ।

সভায় আরও বক্তব্য রাখেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বোয়ালখালী ভূমি অফিসের সার্ভেয়ার মো:কাজল মিয়া, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসিম উদ্দিন,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসিম উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্চন কুমার দেব, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মেজবা উদ্দিন,ভূমি অফিসের নাজির কাম-ক্যাশিয়ার আরাফাত হোসেন, নামজারি সহকারী তানজিয়া সারোয়ার,সার্টিফিকেট পেশকার গাজী মোহাম্মদ হোসেন,চেইনম্যান মো: নাজিম উদ্দিন,অফিস সহায়ক মিনহাজ উদ্দিন,অফিস সহায়ক আরিফুল ইসলাম,বোয়ালখালী পৌরসভার কর্মকর্তা মজিবুল হক প্রমুখ।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার রহমত উল্লাহ বলেন, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।


Related posts

চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসায় কৃতি সংবর্ধনা ও স্মরণ সভা

Chatgarsangbad.net

ইসরাইলী পণ্য বর্জনের দাবী উঠেছে সারা দেশে- নজরুল ইসলাম চৌধুরী এমপি

Chatgarsangbad.net

পটিয়ায় ২৮ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment