Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু


অনলাইন ডেস্ক: বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাম পায়ের আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

ওই যুবকের নাম মো.হৃদয় (২৫)।

তার পিতার নাম মো.ইলিয়াছ এবং বাড়ি কক্সবাজার জেলায়। সে কক্সবাজারগামী ট্রেনের ছাদে চড়ে গন্তব্যে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস গোমদণ্ডী স্টেশন পার হয়ে যাচ্ছিল। বুড়ি পুকুর পাড় এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ছাদে আরও কয়েকজন যুবক ছিল।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, গুরুতর আহত যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা ও মাথায়ও আঘাত পেয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক মর্গে রাখা হয়েছে।

 


Related posts

রাঙামাটি-বান্দরবান সড়কে ৩৬ ঘণ্টার হরতাল

Chatgarsangbad.net

বাংলাদেশে স্মার্টফোনের কারখানা স্থাপনে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

Chatgarsangbad.net

চন্দনাইশ উপজেলা আ’লীগ নেতা বশর ভূইয়ার ঈদ সামগ্রী বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment