
প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী: শাকপুরা চৌমুহনীতে অবস্থিত আলো সুইটসকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং উৎপাদিত পণ্যের গায়ে মেয়াদ সংক্রান্ত অস্বাভাবিক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের মাধ্যমে সেবাগ্রহীতার স্বাস্থ্য জীবনহানি ঘটবার আশংকা থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
