নিউজ ডেস্ক: চট্টগ্রাম পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ওস্তাদ পাড়া এলাকার বাচা মিয়ার পুত্র মো. মিনহাজ (২২) ও খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর পুত্র মো. ফাহিম (১৬)।
জানা গেছে, মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যায় একটি পিকআপ।
রাত পৌনে ৯টার দিকে গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবকের গায়ে পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যায়। পরে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
কচুয়াই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম জানান, বালুবাহী একটি পিকআপের সঙ্গে লেগে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবক মারা গেছে। এ ঘটনায় ইকবাল নামের আরো একজন আহত হয়েছে।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছে।
Leave a Reply