এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ার আরেক রেমিটেন্স যোদ্ধা মোঃ ইকবাল হোসেন (৩৯) ১ সপ্তাহ আগেই পরিবারের স্বপ্নপূরণের আশায় পাড়ি দেয় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই বিদায় নিলেন প্রবাসী।
মঙ্গলবার (২১জুন) ওমান সময় রাত ১০টার দিকে ওমানের আবু আল আবালী নামক স্থানে রাস্তা পারাপারের সময় একপাশ থেকে ওমানী এক গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। জানা যায় সে এক সপ্তাহ পৃর্বে প্রবাসে যায়। মৃত ইকবাল হোসেন রাঙ্গুনিয়া উপজেলা মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ির আবুল কালামের ছেলে।
Leave a Reply