বান্দরবানের লামায় এসবিএম ইটভাটাকে জরিমানা


ইসমাইল হোসেন:

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন এলাকায় SBM নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈন উদ্দিন ও সহকারী কমিশনার(ভূমি) জনাব রূপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা।

উক্ত মোবাইল কোর্টে SBM ব্রিক ফিল্ডকে পাহাড় কর্তনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘনের দায়ে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করার পাশাপাশি ৫৪০ (পাঁচশত চল্লিশ) ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভানোর পাশাপাশি স্কেভেটর দিয়ে চিমনি ও কিলন গুড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


Related posts

ঈদের খুশি প্রজেক্ট: কোরবানি ২০২৫ সম্পন্ন

Md Maruf

ছেলের মোটরসাইকেল দুর্ঘটনার খবর শুনে মায়ের মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রামের কাস্টমস কমিশনার জাকিরকে বরখাস্ত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment