উত্তর চট্টগ্রামচট্টগ্রাম

বাজুস ফটিকছড়ি উপজেলা কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন


আব্দুল কাদের চোধুরী: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ফটিকছড়ি উপজেলা শাখা কতৃক আয়োজিত নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও শুভ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সদরের সানমুন ক্লাবে রবিবার সকালে অনুষ্ঠিত হওয়া উক্ত অনুষ্ঠানে অপু ধরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাজুস ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বাবু স্বপন কুমার ধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু রাজীব ধর তমাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি শাহাজান সিদ্দিকী লিটন,সহ সম্পাদক বাবু কাজল বণিক বাজুস ফটিকছড়ি উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটি প্রধান রতন বণিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু নাসের। জাতীয় সংগীত ও ক্বোরআন তেলাওয়ত এবং গীতা পাঠ এর মাধ্যমে অভিষেক অনুষ্ঠান শুরু করা হয়। এতে বক্তব্য রাখেন প্রমতোষ ভৌমিক,প্রিয়রঞ্জন ভট্টাচার্য্য, কৃষ্ণ বণিক,কিশোর কুমার দে ( আকাশ),প্রদীপ রায়,অমর কান্তি দে,প্রভাত বণিক, সজীব দে,সন্জয় ধর,রাজ ধর জয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খোরশেদুল আলম, খোকন ধর, সুকুমার ধর নান্টু,প্রাণেশ চক্রবর্তী,বাদল কান্তি নাথ,বাবুল বণিক,মৃদুল মানিক,অয়ন বণিক এবং আজাদী বাজার থেকে হেয়াকো বাজার বৈদ্যর হাট থেকে কাঞ্চননগরের সকল জুয়েলারী ব্যবসায়ী বৃন্দ।


Related posts

চন্দনাইশে আল আমিন ট্রাস্টের রমজান উপহার বিতরণ

Chatgarsangbad.net

গাছবাড়িয়া এনজি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

Chatgarsangbad.net

চন্দনাইশে গাউছিয়া কমিটির সংবাদ সম্মেলন

Chatgarsangbad.net

Leave a Comment