আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাকলিয়ায় এক চিকিৎসককে মারধরের অভিযোগ


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ডা. ইকবাল নামে এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ভবনের সীমানার বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নগরের রাহাত্তরপুল নুর বেগম মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহত ডা. ইকবাল চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।

ঘটনার পর ফেসবুকে লাইভে এসে ডা. ইকবাল অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা হারুনসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে।

তিনি দাবি করেন, হামলাকারীরা তাকে খুঁজছে মেরে ফেলার জন্য। পুলিশকে জানানোর পরও তারা ঘটনাস্থলে আসেনি।

রাত পৌনে নয়টার দিকে আহত ডা.ইকবাল বলেন, আমাকে মারধর করে আহত করা হয়েছে। আমি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, চিকিৎসকের সঙ্গে তার প্রতিবেশীর জায়গা নিয়ে বিরোধ ছিল। চিকিৎসক একটি ভবন তৈরি করছিলেন। সেখানে সীমানা নিয়ে বিরোধ রয়েছে। সিডিএ থেকে চিকিৎসককে সতর্ক করা হয়েছিল। আজকে সীমানা ইস্যু নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। সেখানে একপর্যায়ে চিকিৎসককে মারধর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর