আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম’র ঈদ পুনর্মিলনী ও শ্রমিক প্রশিক্ষণ কর্মশালার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে আগ্রাবাদস্থ জামানস্ হোটেলে ঈদ পুনর্মিলনী ও শ্রমিক মেলা-২০২২ উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ’র সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন’র সঞ্চালনায় গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ছিলেন মুজিবুর রহমান খাঁন, নুরুল আবছার ভূইয়া ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও মাননীয় শ্রম আদালতের সদস্য আবু আহমেদ মিয়া।

এতে চট্টগ্রাম মহানগর এর সভাপতি মোঃ নুরুল আবছার তৌহিদকে ফুল দিয়ে বরণ করেন বি.এল.এফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী, বি.এল.এফ কেন্দ্রীয় সহ-সভাপতি, রেলওয়ে রালিং স্টাফ কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খাঁন ও যুগ্ম সম্পাদক নুরুল আবছার ভূইয়া।

এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র-সভাপতি শাহ্ আলম হাওলাদার, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম আরজু, সহ-সভাপতি সেলিম মিয়া, মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফেজ জসিম উদ্দিন, হারুন উর রশিদ, সাইফুল ইসলাম শাহীন, বি.এল.এফ মিরশ্বরাই উপজলো সভাপতি বারৈয়ারহাট পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ নিজাম উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বি.এল.এফ জেলা কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, তোফায়েল আহম্মেদ, হাজী আবু ফয়েজ, হেলাল মিয়া, আলমগীর হোসেন, আহম্মদ উল্লাহ বাবার্চি, মহিলা বিষয়ক সম্পাদিকা গুলজার বেগম, সিরাজুল ইসলাম ভূইয়া, জব্বার খাঁন, এডভোকেট আমিন উদ্দিন লিটন, মাসুম বিল্লাহ, মাহবুব আলম, হাজী মোঃ খুরশিদ আলম, সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, আমিন হোসেন লিটন, মোঃ জাবেদ চৌধুরী, মোঃ হানিফ, আব্দুস সোবহান সুমন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর