আজ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন( বিপিজেএ) খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ( বিপিজেএ) খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবের প্রেস কনফারেন্স রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আর জে উজ্জলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক।

এ সময় তিনি ফটো জার্নালিস্ট এসোসিয়েশনর সদস্যদের উদ্দেশ্য বলেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা প্রেসক্লাবের একটি সহযোগী সংগঠন।এ সংগঠনের দায়িত্ব অনেক। সৎ ও বস্তনিষ্ট সাংবাদিকতা করতে সকলের প্রতি দৃষ্টি আর্কষন করেন। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস সরকারের পতনের মধ্যে দিয়ে বর্তমানে গণমাধ্যমের মুক্ত সাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার গনঅভ্যুত্থানে নতুন এ সাধীনতা আমাদের পরিপূর্ণ কাজে লাগাতে হবে। এ সময় তিনি ফটো জার্নালিস্টদের নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। সাথে সাথে পেশাগত দায়িত্ব পালনে উত্তারাত্তর সাফল্য কামনা করেন। এ সময় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোহেল রানা,এইচ ডি হেলাল,মানজারুল ইসলাম, বাপ্পি খান, কামরুল আহসান, এম এম মিন্টু প্রমুখ। সভায় আগত সকল ফটো সাংবাদিকদের ফুলেল শুভেচছা জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর