আজ ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার বর্ধিত সভা জগদীশ্বরী কালী মন্দিরে কমিটির আহব্বায়ক সুনিল চন্দ্র ঘোষের সভাপতিত্বে এবং অমিত লালার উপস্হাপনায়,সকাল ১০টা শুক্রবার অনুষ্ঠিত হয়,সভার শুরুতে সাবেকঅর্থ সম্পাদক,বিধান মহরের শোক প্রস্হাব পাঠ করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শ্যামল মজুমদার, সাবেক সভাপতি অজিত কুমার বিশ্বাস সাবেক সহ সভা কুমকুম দাশ,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক সাজিব বৈদ্য,পার্থ সারতী চৌধুরী ছাত্রযুব ঐক্যপরিষদের সভাপতি সরোজ চৌধুরী, সাধারন সম্পাদক, প্রভাস চক্রবর্ত্তী,সহ-সভাপতি অরুপ চৌধুরী (মিল্টন)বিশু রাম বসু (সাটু),সাবেক সাধারণ সম্পাদক নবজিত চৌধুরী রানা , পিংকু কর,সংগঠক জুয়েল চৌধুরী,মিথুন চৌধুরী রনি, শাকপুরা ইউনিয়ন পরিষদের সংগঠনের সভাপতি সুবীর দাশ,সাধারণ সম্পাদক,সুবীর চৌধুরী ( লিটু) সদস্য সুবল দাস,এস,এম,কানুসেন,মহিলা নেত্রী সুবর্না ভন্জ ,শিমুল পাল, বাগীশীক সাবেক সভাপতি উজ্জ্বল শুক্লদাশ,রুনা দে,লোকনাথ সেবক সঙ্গের বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক বাবলু ঘোষ,সুব্রত চৌধুরী, পাঠ শালার সমন্নয়ক সুব্রত দত্ত (রাজু),রুনুদাশ,অনিক চৌধুরী বাসু সহ অন্যান্য নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর