বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বহিষ্কার


নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টিটুকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহমেদ আশিক স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

দলীয় নোটিশে উল্লেখ করা হয়েছে, বহিষ্কারের ফলে জহিরুল ইসলাম টিটু আর কোনোভাবেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে প্রাথমিক সদস্যপদ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে।

সভাপতি হাবিব আহমেদ আশিক বলেন, দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সংগঠনের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

অত্র নোটিশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির হামিম মল্লিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে সংগঠনের চলমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার নির্দেশ দেওয়া হয়।

দলীয় সূত্র জানিয়েছে, এ সিদ্ধান্তের মাধ্যমে সাংগঠনিক শৃঙ্খলা আরও সুসংহত হবে এবং কেন্দ্রীয় কমিটির কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালিত হবে।

এছাড়া সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।


Related posts

বোয়ালখালীতে জনপ্রতিনিধি জাহেদ নওশাদ সালমা

Chatgarsangbad.net

সঠিকভাবে দায়িত্ব পালন করুন, প্রশাসনকে মির্জা ফখরুল

Chatgarsangbad.net

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনোনীত হলেন চন্দনাইশের মো. ফারুক উদ্দিন

Chatgarsangbad.net

Leave a Comment