আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক হলেন মোঃ ইয়াসিন


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিভাগে ফেনী জেলার পরশুরাম উপজেলার কৃতি সন্তান মোঃ ইয়াসিন।(৩১/০৭/২০২২) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটিতে তিনি এই পদ পান।

তিনি গণমাধ্যমকর্মীদের কে বলেন আমি বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছি এটা আমার একটা সাংগঠনিক পরিচয় এই পরিচয় পাওয়ায় আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পথচলায় সকলের দোয়া এবং আর্শিবাদ কামনা করছি৷

উল্লেখ্য,তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মোঃ ইয়াসিন সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ – সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তাছাড়া তিনি ইএসটিসি ছাত্রলীগের প্রতিষ্টাকালীন সভাপতি ছিলেন।তিনি রেলওয়ে পাবলিক স্কুলের ছাত্রলীগের সংগঠক ছিলেন।

এছাড়া তিনি কাদের মোল্লা সহ রাজাকারদের ফাঁসির দাবীতে রাজাকার বিরোধী তরুন ঐক্য গঠন করেছিলেন।

পরবর্তীতে সম্মিলিত ভাবে গণজাগরণ মঞ্চে সরব উপস্থিতি এবং ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে জামাত বিএনপির পেট্রোলবোমা সন্ত্রাস ও দা কুড়াল ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর