Hom Sliderবাংলাদেশ

বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন


চাটগাঁর সংবাদ ডেস্ক: ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে ইসলামী আন্দোলনের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবনা জমা নেন ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ।

দলটির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সে জন্য ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি আমরা।

এ বিষয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, শুদ্ধাচার, জবাবদিহিতা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তিনি আরও জানান, দুর্নীতি-দুঃশাসন রোধে শরিয়া আইন তৈরি করতে হবে। শরিয়া আইন নিয়ে বিএনপি একমত প্রকাশ করেছেন বলেও জানান ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য।

প্রতিনিধি দলে আশরাফ আলী আকন ছাড়া আরও ছিলেন– যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।


Related posts

দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত কৈয়ূম চৌধুরী

Chatgarsangbad.net

সাতকানিয়ায় ২৫ বছরের যুবকের হাতে ৭০ বছরের বৃদ্ধা ধর্ষণের শিকার গ্রেপ্তার ১

Md Maruf

আনোয়ারায় পিএবি সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

Chatgarsangbad.net

Leave a Comment