বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের

 

বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়—রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. আসাদুজ্জামানের বক্তব্যে এমন বাস্তবতা আবারও সামনে এসেছে। তিনি বলেন, “সাংবাদিক নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্র অনেক পথ খোলা রেখেছে। আকাশে যত তারা, আইনে তত ধারা—সবই প্রয়োগ হয় সাংবাদিকদের ওপর।”

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর এক হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’-এর তৃতীয় দিনের এক পর্বে ডিজিটাল নিরাপত্তা আইন–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এসব মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, ক্ষমতায় যেই থাকুক না কেন, সাংবাদিক দমনের প্রবণতা দীর্ঘ দিনের, যার শেকড় ব্রিটিশ আমলেও রয়েছে। আইসিটি আইনের ধারা ৫৭ বাতিলের পর আলোচনার ভিত্তিতে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনকে তিনি ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন।

পূর্ববর্তী সরকারের সময়ে এসব আইনের অপপ্রয়োগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকতার কণ্ঠরোধে ব্যবহৃত সব ধরনের নিবর্তনমূলক আইনের অবসান জরুরি। শুধু আইন বাতিল নয়, রাষ্ট্রের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গুমের ঘটনা ঘটেনি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে এবং গত ১৭ মাসে পুলিশ নিজে বাদী হয়ে কোনো ‘গায়েবি মামলা’ করেনি।

আগামী নির্বাচিত সরকারের প্রতি তিনি প্রত্যাশা জানান—তারা যেন সাংবাদিক নিয়ন্ত্রণের নীতিতে না ফেরে এবং সব ধরনের দমনমূলক আইনি পথ পরিত্যাগ করে।

আলোচনায় সঞ্চালক রোমান উদ্দিন ছাড়াও অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী ও ট্রায়াল ওয়াচের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার মানেকা খান্না।

ঢাকার খবর/চাটগাঁর সংবাদ


Related posts

জেনে নিন বিশ্ব ইজতেমার ৫ জোড়া বিশেষ ট্রেনের সময়সূচি

Chatgarsangbad.net

কক্সবাজারকে স্মার্টরূপে গড়তে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ২৯ রূপকল্প

Chatgarsangbad.net

সাউদার্ন ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

Chatgarsangbad.net

Leave a Comment