Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

বাঁশখালীতে ৪১ দিন নামাজ পড়ে সাইকেল জিতলো ১৭ শিশু


নিউজ ডেস্ক: একাধারে ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ে সাইকেল জিতেছে ১৭ জন শিশু। বুধবার (২ এপ্রিল) সকালে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের দিঘীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিশু ও তাদের অভিভাবকদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

এই ব্যতিক্রমী প্রতিযোগিতা আয়োজন করে সামাজিক সংগঠন দিঘীরপাড়া ইসলামী আদর্শ কাফেলা। পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে রাজনীতিবিদ ও স্থানীয় ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নামাজ অন্যায় ও অশোভন কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ মানুষকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। দায়িত্বপরায়ণতার দীক্ষা দেয়। স্রষ্টার সঙ্গে পবিত্র দাসত্বের বন্ধনে আবদ্ধ করে। সকল প্রকার দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেয়। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করে সে দ্বীনকে প্রতিষ্ঠিত করে।

বক্তারা আরো বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিশুরা জামায়াতে নামাজ আদায়ের প্রশিক্ষণ পেয়েছে। বড় হলে নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে তারা সমাজ থেকে সকল অন্যায় ও অশোভন কাজ প্রতিরোধ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক। প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, রাজনীতিবিদ সাদুর রশিদ চৌধুরী, হাসান আজাদ চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসাইন, মাস্টার ইউসুফ, আমীরুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ মিরাজ হোসেন, পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হোসাইন ও ইসলামী আদর্শ কাফেলার সাবেক সভাপতি মাওলানা রাশেদুল হক।

অনুষ্ঠানে দিঘীরপাড়া ইসলামী আদর্শ কাফেলার সভাপতি হাফেজ শাহাব উদ্দীন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক মেহেদী হাসান ইকবাল।


Related posts

চট্টগ্রাম ১০ উপনির্বাচন: আনুষ্ঠানিক ফলাফল নিলেন নগর আ.লীগের সাধারণ সম্পাদক

Chatgarsangbad.net

চকরিয়ায় সিমস প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

নানান আয়োজনের মধ্য দিয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসনের মহান বিজয় দিবস উদযাপন

Md Maruf

Leave a Comment