আজ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বশেমুরবিপ্রবি’তে সেইভ ইয়ুথের নতুন কার্যকরী কমিটি গঠন।


 

হাবিবুর রহমান বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সেইভ ইয়ুথের ২০২৪-২৫ সেশনে আগামী এক বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোঃ সজল মৃধা কো- প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগ ও ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সামিরা কে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর ) সংগঠন থেকে পাঠানো তথ্যের মাধ্যমে বিষয়টি জানানো হয়। সেইভ ইয়ুথ বশেমুরবিপ্রবি বিদায়ী সংবর্ধনা ও নতুন কমিটি ঘোষণা করেন বশেমুরবিপ্রবি সেইভ ইয়ুথ চ্যাপ্টারের মডারেটর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া আফরিন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক  ও বশেমুরবিপ্রবি সেইভ ইয়ুথ চ্যাপ্টারের মডারেটর মোঃ সাইফুল ইসলাম।

এছাড়া নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, টিম লিড শি লিডস শারমিন জাহান স্বর্ণা, কো-টিম লিড শি লিডস কানিজ ফাতেমা ইতু ও জুবাইদা রহমান তুলি, টিম লিডস ক্যাম্পাস রেসিলিয়েন্স ফয়সাল মাহমুদ, কো-টিম লিডস ক্যাম্পাস রেসিলিয়েন্স মোঃ আবির হোসাইন রিফাত, টিম লিড ইয়ুথ মিডিয়া শহিদুল ইসলাম বাবু, কো -লিড ইয়ুথ মিডিয়া ফাহমিদা আক্তার নিপা ও এস.এইচ হিমেল, টিম লিড ইভেন্ট অ্যান্ড আউটরিচ মুবিনুল হক, কো-টিম লিড ইভেন্ট অ্যান্ড আউটরিচ ফারিহা আলম ও জ্যাোতি অধিকারী,টিম লিড ইয়ুথ ডেমোক্রেসি মোঃ মেহেদী হাসান, কো-টিম লিড ইয়ুথ ডেমোক্রাসি তামজিদ আলম ভূইয়া ও হৃদিকা শারমিন,টিম লিড কানেক্টিং ডট’স মোঃ আব্দুল্লাহ আল শোভন,কো-টিম লিড কানেক্টিং ডট’স আবির হাসান শাওন ও ইসরাত জাহান ইমা,টিম লিড ইয়ুথ ডিসএবিলিটি এন্ড ইনক্লুসন মারিয়া মালেক,কো-টিম লিড ইয়ুথ ডিসএবিলিটি এন্ড ইনক্লুসন আরিনা আক্তার ও তাসলিমা বেগম কলি,টিম লিড ইয়ুথ এম্প্লয়াবিলিটি মনিরা খানম, কো-টিম লিড ইয়ুথ এম্প্লয়বিলিটি ফারিয়া হোসেন ও মোঃ ছিপু মোল্লা,টিম লিড ইয়ুথ মাইন্ড’স মোঃ মারুফ হোসাইন, কো-টিম লিড ইয়ুথ মাইন্ড’স কে.এম মাসুম,টিম লিড ইয়ুথ ভয়েস রনি খানম, কো-টিম লিড ইয়ুথ ভয়েস মেহজাবীন বিনতে মিজান ও জি.এম আরাফাত।

সেইভ ইয়ুথ বশেমুরবিপ্রবি চ্যাপ্টারকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সদ্য নির্বাচিত কো-প্রেসিডেন্ট মোঃ সজল মৃধা বলেন, ,‘‘তরুণ নেতৃত্বকে আরো বেশি কার্যকরী করতে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার সামিরা বলেন, সেইভ ইয়ুথ বাংলাদেশ বর্তমান ১৯ টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে নিজেদের কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে পরিচালনা করছে। ৩০০০ এর বেশি স্টুডেন্ট নিয়ে, দেশের ৬৪ জেলায় দেশের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করছে, আর এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এর যাত্রা শুরু। গত ৬ বছর ধরে সফলতার সাথে সেইভ ইয়ুথ লিডাররা বশেমুরবিপ্রবির ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সমস্যার সমাধানের প্রয়াস করেছে, এবং এরই ধারাবাহিকতা বজায় রেখে আগামী এক বছর ইয়ুথ লিডারদের সহায়তায় চেষ্টা করবে, আমার বিশ্ববিদ্যালয় ও সমাজের মানুষের উন্নতি লক্ষ্যে কাজ করবো। আমরা বিশ্বাস করি, একটি ক্ষুদ্র পরিবর্তন একটি বৃহৎ সমস্যার সমাধান করতে সক্ষম।

উল্লেখ্য, সেইভ ইয়ুথ ২০১৮ সালে যাত্রা শুরু করে। এর পর থেকে এই সংগঠন শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে আসছে প্রতিষ্ঠা কাল থেকেই। শান্তির প্রচার, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতার প্রতি সম্মান এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও পরিবেশ নিয়ে কাজ করছে। এছাড়া যেকোনো ধরনের ভায়োলেন্সের বিরুদ্ধে কাজ করে যায় এই সংগঠন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর