আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরমা বাইনজুরীতে বরমা ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০২২ সম্পন্ন হয়। উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২১ জুন ২০২২ অনুষ্ঠিত এ ফাইনাল (চ্যাম্পিয়নশীপ) ম্যাচ শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম টিটু। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন বরমা ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি ও বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান চৌধুরী, ৪ নং ওয়ার্ড সদস্য মো. হারনুর রশীদ, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি কুমার রায় চৌধুরী এবং সমাজসেবক ওমর ফারক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাগতিক উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিলাষ মজুমদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সেলিনা আখতার (বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক), গৌরী দত্ত (সেবন্দী-চরবরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছফির উল্লাহ (পশ্চিম কেশুয়া দেলওয়ার হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়), জালাল উদ্দীন (দক্ষিণ বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়), মফিজুল আলম (মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়), জোবাইদা খানম (কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) প্রমুখ।

এতে ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী যথাক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (কিশোর) ফুটবল টুর্নামেন্ট ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (কিশোরী) ফুটবল টুর্নামেন্ট ২০২২-এ অংশ নেয়। বঙ্গবন্ধু টুর্নামেন্ট-এ ৩০মিনিটের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা ট্রাই ব্রেকারে গড়ায়। এতে ৪-১ গোলে বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়; সেবন্দি-চরবরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বঙ্গমাতা টুর্নামেন্ট-এ কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; দক্ষিণ বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পৃথক পৃথক ম্যাচ দু’টিতে পরিচালক (রেফারী)’র দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক ছফির উল্লাহ্ ও মফিজুল আলম।

পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রপি তুলে দিয়ে ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর