আজ ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরমা ইসকুলে সাঙ্গ হলো পুনর্মিলনোৎসব


সৈয়দ শিবলী ছাদেক কফিল: দক্ষিণ চট্টগ্রামের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়’র “শতবর্ষ ও পুনর্মিলনী ২০২৪” শীর্ষক বর্ণিল অনুষ্ঠানমালা বিপুল উৎসাহ ও আনন্দ-উদ্দীপনার মধ্যদিয়ে ২৮ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়।

ইতিহাস গড়ার এ পাঠশালার পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপান্তরের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী এ রঙিন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র প্রসিডেন্ট, সাবেক মন্ত্রী, ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম। সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল হাসনাত। স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের পরিষদের সদস্য সচিব মো. আবদুল আলীম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবছার চৌধুরী, বরমা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুপ্রিম কোর্টের আইনজীবি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুল গফুর খান, ডা. মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী, লে. কর্নেল আবদুল আহাদ, প্রধান শিক্ষক আ. হ. ম. সৈয়দ হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক জয়িতা পদকপ্রাপ্ত নারী স্বপ্না ভট্টাচার্য্য, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী, ব্যাংকার মহিউদ্দীন ওসমান গণি, শিক্ষক কামরুন নাহার, বলরাম চক্রবর্তী, সৈয়দ এস এম মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ জোবায়ের সৈয়দ, মো. আমির হোসেন খান, এডভোকেট অঞ্জন বিশ্বাস প্রসাদ, কাজী মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে যাত্রা মোহন সেন গুপ্ত, প্রিন্সিপাল আবুল কাসেম ও শহিদ আবদুস সবুর খানকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. প্রফেসর বিপ্লব গাঙ্গুলী, দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, এলডিপি নেতা আইনুল কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দীন, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবীদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বরমা কলেজের সদস্য মাহমুদ বিন কাসেম, কাস্টম সুপারিন্টেন্ডেন্ট সন্তোষ কুমার দেব, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক অশোক কুমার বড়ুয়া, এডভোকেট এস এম ওসমান, বরমা মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. নুরুল হক, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বরমা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আখতার, মো. কাইছারুল ইসলাম, সৈয়দ তারেকুল ইসলাম, মো. মনজুর আলম, মো. মনসুর আলম, সজল বড়ুয়া, অধ্যাপক প্রদীপ নন্দী, বিকাশ মজুমদার, এডভোকেট রতন সেন, এস বি এম শেহাবুদ্দীন খালেদ, খন্দকার ইমাদুল হাসান সুজন, সাজ্জাদ হোসেন শাকিল, আমিনুল ইসলাম ইমু, এ কে এম নুরুল মোমিন চৌধুরী সুজন, রুবেল দেব, রিপন দাশগুপ্ত, মিন্টু দে, মো. শাকিল মাহমুদ, এডভোকেট রনি কান্তি বড়ুয়া, মাস্টার মফিজুল আলম, আমির খসরু মিরাজ, রিফাত মিয়া, সিরাজুল সাজিদ, খোরশেদ আলম অপু, সৈয়দ মোমিনুল ইসলাম, আবু রাসেল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বলেন- শিক্ষকদের রাজনীতির সাথে জড়িত না হয়ে শিক্ষার্থীদের মানুষ গড়ার কাজে সময় দিতে হবে। শিক্ষকরা সমৃদ্ধ জাতি বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন- মানুষের মনুষ্যত্ব ও নীতি-নৈতিকতা যাচ্ছে। ছাত্রদের সঠিকভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে রাজনীতিতে আসার আহবান জানান। এক পর্যায়ে তিনি ছাত্র জীবনের স্মৃতি তুলে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়ে তাঁর শিক্ষকদের কথা তুলে ধরেন। স্কুল কলেজ বাড়ছে, শিক্ষার হার বাড়ছে কিন্তু সঠিক শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা। দেশ ও জাতিকে ঠিক রাখতে হলে ভালো মানুষ গড়ে তুলতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর