বন্ধৃকৃত ক্রিসেন্ট কারখানা কমিটির উদ্যোগে অবিলম্বে লিজপ্রথা বাতিল


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

বন্ধকৃত ক্রিসেন্ট কারখানা কমিটির উদ্যোগে অবিলম্বে লিজপ্রথা বাতিল, ২৬ টি পাটকল রাস্ট্রিয় ভাবে চালু সহ সকল বকেয়া পাওনা পরিশোধের দাবীতে র‍্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। ক্রিসেন্ট কারখানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: মোশাররেফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : জাকির হোসেনের সঞ্চালনায় র‍্যালীটি গতকাল বিকাল সাড়ে ৪ টায় ক্রিসেন্ট জুট মিলের সামনে থেকে শুরু করে শিল্পাঞ্চল খালিশপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিপলস গোল চত্বর মোড় হয়ে পুনরায় ক্রিসেন্ট জুট মিল গেটে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ক্রিসেন্ট কারখানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো : মোশাররফ হোসেন।

র‍্যালী পরবর্তী আলোচনা সভায় তিনি বলেন, অতি শীঘ্রই লিজ প্রথা বাতিল, ২৬ টি পাটকল রাস্ট্রিয় ভাবে চালানো, ২০ টি মিলের বোনাসের, এরিয়ার টাকা ও একটি ইনক্রিমেন্ট সহ প্রতিটি খাতে শ্রমিকের বকেয়া পাওনা রয়েছে। দু:খের সাথে জানান,শ্রমিকদের বকেয়া পাওনা হিসেব না দিয়ে রাতের আধারে তালা ঝুলিয়ে দিয়ে মিল হতে বের করে দেওয়া হয়। পাটকলের শ্রমিকরা অর্ধাহারে, অনাহারে পরিবারের সদস্য সহ অসহায়ের মত জীবন যাবন করছে।তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারছে না। আজ পাটকলের অনেক শ্রমিক কর্ম হারিয়ে পেটের দায়ে খুদা যন্ত্রনায় রিস্কা চালিয়ে দিন যাপন করছে। অনেকে মিল বন্ধের পর কর্মের অভাবে না খেয়ে মারা গিয়েছে। তিনি আরো বলেন,শ্রমিকরা ঘাম ঝড়িয়ে মিলে উৎপাদন করেছে কিন্তু তাদের বকেয়া পাওনা বুঝিয়ে দেওয়া হয়নী। শ্রমিকরা কষ্ট করবে আর পুজিপোতিরা আরাম আয়েশে দিন কাটাবে।তিনি আরো বলেন, গনতন্ত্র মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি ক্ষমতায় আসলে রাস্ট্রিয়ভাবে সব পাটকল চালু করা হবে।অবিলম্বে লিজপ্রথা বাতিল, রাস্ট্রিয়ভাবে পাটকল চালু ও সকল প্রকার বকেয়া পাওনা পরিশোধের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ পাট উপদেষ্টাকে জানাতে বিএনপির মহাসচিবের দৃষ্টি আকর্ষন করেন।এ সময় কারখানা কমিটি অন্যান্যদের মধ্যে সহ সভাপতি মো: শামিম আহম্মেদ,মো: সুজন হোসেন, মো: রানা, সহ সম্পাদক আকতার হোসেন,আ: রহিম সুজন, সাংগঠনিক সম্পাদক মো: আবুল খায়ের, কোষাধ্যক্ষ মো: সেলিম হোসেন সহ শিল্পাঞ্চলের বিভিন্ন মিলের পুরুষ ও মহিলা শ্রমিকরা উপস্থিত ছিলেন।


Related posts

আলু পেঁয়াজ ডিমের দাম বেঁধে দিলো সরকার

Chatgarsangbad.net

পল্লবীতে যুবদল নেতাকে হত্যা

Ariyan Chowdhury

ভোগ্যপণ্যের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

Chatgarsangbad.net

Leave a Comment